![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2020/10/29/og/094618_bangladesh_pratidin_Kim-6.gif)
করোনাকালে পার্টি দিয়ে বিদ্রুপের শিকার কিম কার্দেশিয়ান
মহামারী করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। সেখানে করোনার সংক্রমণ ও মৃত্যু, দুটোই বেশি। এরইমধ্যে ৪০তম জন্মদিন উদযাপনে ঝমকালো পার্টি দিয়েছেন রিয়েলিটি শো তারকা কিম কার্দেশিয়ান। টুইটারে তার বেশ কিছু ছবিও আপলোড করেছেন তিনি।