![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Frape-20201029050555.jpg)
মুক্তাগাছায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের মুক্তাগাছায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফজলু মিয়া (৫৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ফজলু মিয়া উপজেলার তারাটি পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
বুধবার (২৮ অক্টোবর) সকালে নিজ বাড়ি থেকে ফজলু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মামলা
- কারাগার
- পুলিশ
- শিশু ধর্ষণের অভিযোগ