২ বছর পর বাইরে 'চিনা' Xiaomi! ভারতের সেরা স্মার্টফোন ব্র্যান্ড কোনটি জানেন?
চিনা স্মার্টফোন সংস্থা Xiaomi-কে ছাপিয়ে ভারতে প্রথম স্মার্টফোন সংস্থা হিসেবে উঠে এল কোরিয়ান হ্যান্ডসেট মেকার Samsung। সম্প্রতি Counterpoint Research-এর রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য। সেই রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, 2020 সালের জুলাই-সেপ্টেম্বর কোয়ার্টারে 32 শতাংশ গ্রোথ হয়েছে এই কোরিয়ান সংস্থার। প্রসঙ্গত, শেষ দুই বছরে ভারতে সর্বাধিক স্মার্টফোন বিক্রির নিরিখে প্রথমে ছিল Xiaomi।
বিগত কিছু মাসে স্মার্টফোন প্রস্তুত এবং বিক্রির নিরিখে নিজেদের ব্যবসার ধরন বদলেছে Samsung। কাজে এসেছে সংস্থার সাপ্লাই চেইন এবং বিভিন্ন ধরনের প্রাইস পয়েন্ট। তবে সবথেকে বেশি কাজ করেছে বিভিন্ন অনলাইন চ্যানেলে Samsung-এর বিপুল পরিমাণে প্রোমোশন। আর এত সব দিকে খুঁটিয়ে নজর দেওয়ার জন্যই ভারতে স্মার্টফোন বিক্রয়কারী সংস্থা হিসেবে প্রথমেই নিজেদের নাম লিখিয়ে নিল Samsung। Counterpoint Research-এর রিপোর্টে এমনই বলা হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.