![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/5474/production/_115102612_6da2aa42-7a89-4fca-a665-5221303e853a.jpg)
মা ইলিশ রক্ষা: ভারতীয় মাছধরা নৌকা সরাচ্ছে ভারতের স্থল ও বিমান ইউনিট
ঢাকায় ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পাতায় ''মা ইলিশ রক্ষায় যৌথ সামুদ্রিক সহযোগিতা'' শিরোনামে একটি পোস্ট দিয়ে জানানো হয়েছে, আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি অবস্থানরত সমস্ত ভারতীয় মাছধরা নৌকাকে ভারতীয় সীমানার দিকে পাঠানো হচ্ছে।
এতে বলা হয়েছে যে মা ইলিশ রক্ষায় এবং বাংলাদেশ কোস্ট গার্ডের চলমান প্রচেষ্টায় সহায়তা করার লক্ষ্যে ভারতীয় কোস্ট গার্ড আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি ভারতীয় মাছধরা নৌকা সরাতে নজরদারি বৃদ্ধি করছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মা ইলিশ
- মা ইলিশ শিকার