You have reached your daily news limit

Please log in to continue


হালদায় ওয়াসার আরেক প্রকল্প, পক্ষে-বিপক্ষে মত

মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্প নগরে পানি সরবরাহের লক্ষ্যে হালদা তীরে আরেকটি শোধনাগার করতে চায় চট্টগ্রাম ওয়াসা, যার পরিবেশগত প্রভাব নিয়ে আপত্তি এসেছে বিভিন্ন মহল থেকে। বিদ্যমান দুটি পানি শোধনাগারে হালদা নদী থেকে দিনে ১৮ কোটি লিটার পানি তোলা হয়। প্রস্তাবিত প্রকল্পটি হলে দৈনিক আরও ১৪ কোটি লিটার পানি তোলা করতে হবে। এতে শুষ্ক মৌসুমে হালদায় পানির প্রাপ্যতা কমে লবণাক্ততা বেড়ে প্রাকৃতিক এ্ই মৎস্য প্রজনন ক্ষেত্রে মা মাছের চলাচল ও ডিম ছাড়া বিঘ্নিত করতে পারে বলে এক পক্ষের মত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন