পাবনায় ইলিশ শিকার করায় আটক ৫০
ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় গত ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধরা, বিক্রি, মজুত ও পরিবহন নিষিদ্ধ রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে পাবনার সুজানগর উপজেলা ও আমিনপুরের পদ্মা নদীতে মা ইলিশ মাছ শিকার করায় মৎস্য অধিদপ্তরের সহায়তায় গত দুই দিনে ৫০ জনকে আটক করেছে পুলিশ।
আটকদের ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ও মামলা করা হয়।পুলিশ জানায়, জেলা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেনের নেতৃত্বে সুজানগর উপজেলার সাতবাড়িয়া, হাসামপুর ও নাজিরগঞ্জ এলাকার পদ্মা নদীতে রবিবার ও মঙ্গলবার দিনভর অভিযান চালায় পুলিশ। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ মাছ শিকার করার দায়ে ৫০ জন জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় এক মণ ইলিশ মাছ ও ১৪৪ মিটার কারেন্ট জাল।