কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আমন্ত্রণেও আসেননি পাটকল শ্রমিক প্রতিনিধিরা, অসন্তোষ কমিটি

জাগো নিউজ ২৪ জাতীয় সংসদ ভবন প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ২০:৩৮

বন্ধ করে দেয়া সরকারি পাটকল শ্রমিক ও বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো সত্ত্বেও তারা বৈঠকে উপস্থিত না হওয়ার অসন্তোষ প্রকাশ করেছে এ সংক্রান্ত সংসদীয় কমিটি। কমিটি পাটকল শ্রমিকদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ ও বিভিন্ন সমস্যার সমাধানে আগামী বৈঠকে তাদের উপস্থিতি নিশ্চিত করার সুপারিশ করেছে।

বুধবার (২৮ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সভাপতি মো. মুজিবুল হকের সভাপতিত্বে কমিটির সদস্য শাজাহান খান এবং শামসুন নাহার বৈঠকে অংশগ্রহণ করেন।

‘দুজন কর্মকর্তা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য কাজ করছে’ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এমন একটি চিঠিতে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানকে জড়ানো হয়েছে অভিযোগ তুলে কমিটির পক্ষ থেকে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করা হয়। বৈঠকে দ্রুত চিঠি প্রদানের মাধ্যমে বিষয়টি সুরাহার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও