ফরাসি ম্যাগাজিনে এবার এরদোগানের ব্যঙ্গচিত্র, আইনী পদক্ষেপ নেবে তুরস্ক
মহানবী হযরত মোহাম্মদ (সা:)- কে অবমাননা নিয়ে একাধিক বিতর্কের মধ্যেই এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের একটি ব্যঙ্গচিত্র (কার্টুন) প্রকাশ করেছে ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো। এই ধরনের আক্রমণাত্মক কাজের বিরুদ্ধে আইনী ও কূটনৈতিক পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি জানিয়েছে তুরস্ক।
বুধবার সর্বশেষ সংখ্যার প্রচ্ছদ পাতায় এরদোগানের এই ব্যঙ্গচিত্র প্রকাশ করে ম্যাগাজিনটি।
তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে এক টুইটার বার্তায় বলেন, মতামতের স্বাধীনতার আড়ালে লুকিয়ে কাউকে নিয়ে এভাবে প্রতারণা করতে পারেন না আপনারা। আমাদের প্রেসিডেন্টকে নিয়ে ফ্রান্সের এই অনৈতিক ব্যঙ্গচিত্র প্রকাশের তীব্র নিন্দা জানাই আমরা। এ ধরণের অবজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ওকতে।
তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তুর্কি প্রসিকিউটররা এই ব্যঙ্গাত্মক ম্যাগাজিনটি সম্পর্কে সরকারিভাবে তদন্ত শুরু করেছেন।
ফরাসি ম্যাগাজিনে প্রকাশিত ব্যঙ্গচিত্রে দেখা গেছে, তুরস্কের প্রেসিডেন্ট একজন ঘোমটা দেয়া নারীর পোশাক তুলছেন। এই ব্যঙ্গচিত্রের মাধ্যমে তারা পরোক্ষভাবে মহানবী হযরত মোহাম্মদ (সা:)- এরও সমালোচনা করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.