ক্রিকেট ছাড়ায় বিষন্নতায় ভুগছেন জনসন
ক্রিকেটের সঙ্গে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। কোনো ক্রিকেটার মানসিকভাবে বিষন্নতায় ভুগলে এর প্রভাব পড়ে মাঠের পারফরম্যান্সে। অনেকে তো বিষন্নতার ফলে অবসর নিতেও বাধ্য হন। ক্রিকেট খেলার সময় এমন উদাহরণ অহরহ থাকলেও মিচেল জনসন এই সমস্যায় পড়েছেন খেলা ছাড়ার পর।
২০১৮ সালে সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ৩৮ বছর বয়সী জনসন। এই আগ্রাসী পেসার ক্রিকেটে ব্যস্ত থাকাকালীন বিষন্নতা কাটিয়ে থাকতে পারলেও অবসর নেয়ার পর এই সমস্যা বেড়ে গেছে বলে জানিয়েছেন।
সম্প্রতি চ্যানেল সেভেনকে দেয়া এক সাক্ষাৎকারে জনসন নিজের বর্তমান অবস্থা তুলে ধরেন। সেখানে এই অজি পেসার বলেন, ‘ক্রিকেট থেকে অবসরের পর আমার কাছে সবকিছু কঠিন মনে হচ্ছে। হঠাৎ কাজের ভার কমে যাওয়ায় মনে হয়েছে আমি আমার জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলেছি। আমার আত্মবিশ্বাস নিয়েও সমস্যা হচ্ছে। আমি দুই বছর হল ক্রিকেট ছেড়েছি। এখন অন্যরকম পরিস্থিতিতে আছি।’