You have reached your daily news limit

Please log in to continue


হাতে এনগেজমেন্ট রিং! বাগদান সেরে ফেললেন মৌনি রায়?

অনামিকায় শোভা পাচ্ছে হীরের আংটি। সম্প্রতি বাঙালি অভিনেত্রী মৌনি রায়ের এমনই একটি ছবি পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। অনেকেরই প্রশ্ন তবে কি বাগদান সেরে ফেললেন মৌনি? যারা মৌনি রায়ের পোস্ট করা ছবিটি দেখে ভাবছেন, অভিনেত্রী বাগদান সেরে ফেলেছেন, বা বিয়ে করতে চলেছেন, তারা কিন্তু একেবারেই ভুল ভাবছেন। ঠিক কী ঘটেছে, তা নিজেই লিখেছেন মৌনি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, বিশ্বাস করা যাচ্ছে না, অবশেষে ভারতে এমন একটি ব্র্যান্ড এসেছে, যারা শুধুমাত্র এনগেজমেন্ট রিং-ই তৈরি করে। তাদের কালেকশন আমার নজরে রয়েছে, আপনিও দেখতে পারেন। মৌনি রায় আরো লিখেছেন, আপনি এখন ভার্চুয়াল অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন এবং আপনার আংটির নকশাটিও নিজের পছন্দ মত বানাতে পারেন। ওখানকার অভিজ্ঞতা সম্পন্ন লোকজন আপনাকে বাগদানের আংটিটি বেছে নেয়ার জন্য পরামর্শ দেবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন