You have reached your daily news limit

Please log in to continue


এক ঘণ্টার জন্য জেলা প্রশাসকের দায়িত্বে কিশোরী নাদিরা

এক ঘণ্টার জন্য বরিশালের জেলা প্রশাসকের প্রতীকী দায়িত্ব পালন করেছে কিশোরী নাদিরা জাহান। গতকাল মঙ্গলবার সে এই দায়িত্ব পালন করে। নাদিরা বরিশাল সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী। নাদিরা জাহান মঙ্গলবার দায়িত্ব পেয়ে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের কাছে কিশোর গ্যাং নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, পানিতে ডুবে শিশুমৃত্যুর হার হ্রাসকরণে ব্যবস্থা গ্রহণ ও জলবায়ু উদ্বাস্তু শিশুদের পুনর্বাসনের বিভিন্ন সুপারিশ তুলে ধরে। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, ‘নাদিরার সুপারিশগুলোর সবই শিশু-কিশোরীদের সুরক্ষার জন্য অপরিহার্য। সরকার এসব বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে। ভবিষ্যতে এসব বিষয়ে আমরা আরও বেশি গুরুত্ব দিয়ে আমাদের শিশু-কিশোরদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করতে চাই।’ আন্তর্জাতিক বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের কাছ থেকে জেলা প্রশাসকের প্রতীকী দায়িত্ব নেয় নাদিরা। এ কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করছে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন