‘২০ কেজি চাউলে ২২ দিনের খাওন অয়?’
১৪ দিন ধরে জেলে শুভ বর্মণ মেঘনায় জাল ফেলতে পারছেন না। কারণ ইলিশ ধরায় নিষেধাজ্ঞা। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের জেলেপাড়ার এ বাসিন্দা এখন কর্মহীন। নিষেধাজ্ঞার শুরুতে মৎস্য কার্যালয় থেকে তিনি ২০ কেজি চাল পেয়েছেন। কিন্তু তা দিয়ে তাঁর সংসার চলছে না।
শুভ বলেন, ‘স্ত্রী ও ছেলেমেয়ে নিয়া সংসারে খানেওয়ালা আটজন। দিনে দুই-তিন কেজি চাউলের ভাত লাগে। হেগো ২০ কেজি চাউলে কী ২২ দিনের খাওন অয়? খাইয়া না খাইয়া আছি। হুদা চাউলেই তো আর অয় না। সংসারের আরও খরচ আছে। ডাল, তেল, নুন, মাছ, তরকারিও কিনন লাগে। সরকার একটা টেয়াও দেয় নাই। পরিবারের খরচ মিডামু ক্যামনে।'