চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইগামী এক বিমান যাত্রীকে আটক করা হয়েছে। রাকিবুল ইসলাম নামের ওই যাত্রী অবৈধভাবে ৩৩ হাজার ৯০০ মার্কিন ডলার ও সংযুক্ত আরব আমিরাতের ৪২ হাজার দিরহাম বহন করছিলেন। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য ৪২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম থেকে দুবাই যাচ্ছিলেন নারায়ণগঞ্জের বাসিন্দা রাকিবুল ইসলাম। বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের সহকারী কমিশনার মুনাওয়ার মুরসালীন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই যাত্রী বিদেশি মুদ্রার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে, গত ২৪ অক্টোবর ৪১ লাখ টাকার সমমানের বিদেশি মুদ্রাসহ একই বিমানবন্দরে দুই যাত্রী আটক করা হয়। বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং জাতীয় গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে তাঁদেরকে আটক করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.