You have reached your daily news limit

Please log in to continue


ইরফান ও দেহরক্ষী জাহিদ ৩ দিনের রিমান্ডে

হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিম ও তার বডিগার্ড মোহাম্মদ জাহিদকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৮অক্টোবর) রিমান্ড শুনানি শেষে ঢাকা অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ আদেশ দেন। শুনানির সময় আদালতে নৌবাহিনীর একটি টিম আদালতে হাজির ছিলেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক আশরাফ আলী বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন। এর আগে সকাল ১০টায় তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তিনি বলেন, মঙ্গলবার (২৭ অক্টোবর) ধানমন্ডি থানার পুলিশ পরিদর্শক আশফাক রাজীব হাসান সাত দিনের রিমান্ড আবেদন করেন। এরপর ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর রিমান্ড ও গ্রেফতার বিষয়ে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন