![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252Fc02a4294-56de-4df2-9bdf-d2128cd04a1c%252Fcourt_01.png%3Foverlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
কসবায় টিলা কাটার দায়ে ট্রাক্টরমালিককে জরিমানা
পরিবেশ আইন লঙ্ঘন করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নির্বিচারে টিলা কাটা হচ্ছে। টিলা কাটা বন্ধে উপজেলা প্রশাসন অভিযান চালাচ্ছে। গতকাল মঙ্গলবারও উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর এলাকায় টিলা কাটার দায়ে এক ট্রাক্টরমালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যামাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোপীনাথপুর ইউনিয়নে রাতের আঁধারে টিলা কাটার কাজ করে স্থানীয় লোকজন। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। গতকাল দুপুরে গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামে টিলা কাটার খবর পেয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জরিমানা
- অভিযান
- টিলা কেটে বিক্রি