ডিফেন্ডারদের চিন্তায় ঘুম হারাম ক্লপের
প্রথম আলো
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ১১:৩৫
শঙ্কাটার জন্ম গত দলবদলের সময়েই। দলের অন্যতম সেন্টারব্যাক দেয়ান লভরেনকে বিক্রি করে দেওয়ার পরেও লিভারপুল কোনো নতুন ডিফেন্ডার কিনল না। সন্তুষ্ট থাকল মাত্র তিন সেন্টারব্যাক নিয়েই। সমর্থকদের মনে কেন যেন তখনই কু-ডাক দিচ্ছিল— যদি পরে খেলানোর মতো সেন্টারব্যাকই না পাওয়া যায়? যদি কেউ দীর্ঘমেয়াদি চোটে পড়েন? তিনজনের দুজন জো গোমেজ আর জল মাতিপের কেউই গোটা মৌসুম ফিট থাকতে পারেন না।
ক্লপ তা-ও ঝুঁকিটা নিয়েছিলেন। ভার্জিল ফন ডাইকের ফিটনেস ও ফর্ম তাঁকে সাহস দিয়েছিল। সঙ্গে আনকোরা কিছু তরুণ সেন্টারব্যাকের ওপর ভরসা করে করোনার আকালে আর এ খাতে টাকা খরচ করেননি এই জার্মান ম্যানেজার।
- ট্যাগ:
- খেলা
- লিভারপুল
- কোচ
- ডিফেন্ডার
- ইয়ুর্গেন ক্লপ