শঙ্কাটার জন্ম গত দলবদলের সময়েই। দলের অন্যতম সেন্টারব্যাক দেয়ান লভরেনকে বিক্রি করে দেওয়ার পরেও লিভারপুল কোনো নতুন ডিফেন্ডার কিনল না। সন্তুষ্ট থাকল মাত্র তিন সেন্টারব্যাক নিয়েই। সমর্থকদের মনে কেন যেন তখনই কু-ডাক দিচ্ছিল— যদি পরে খেলানোর মতো সেন্টারব্যাকই না পাওয়া যায়? যদি কেউ দীর্ঘমেয়াদি চোটে পড়েন? তিনজনের দুজন জো গোমেজ আর জল মাতিপের কেউই গোটা মৌসুম ফিট থাকতে পারেন না।
ক্লপ তা-ও ঝুঁকিটা নিয়েছিলেন। ভার্জিল ফন ডাইকের ফিটনেস ও ফর্ম তাঁকে সাহস দিয়েছিল। সঙ্গে আনকোরা কিছু তরুণ সেন্টারব্যাকের ওপর ভরসা করে করোনার আকালে আর এ খাতে টাকা খরচ করেননি এই জার্মান ম্যানেজার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.