
স্পিরিট পানের পর একে একে তিনজনের মৃত্যু
কুষ্টিয়ায় স্পিরিট পানের পর একে একে তিনজন মারা গেছেন। অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাঁরা মারা যান। চিকিৎসক বলছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত স্পিরিট পানে তাঁদের মৃত্যু হয়েছে।
আজ বুধবার ভোরে তাঁরা মারা যান। তাঁরা হলেন, সদর উপজেলার বড়আইলচারা গ্রামের অনিক বিশ্বাস (২১), খোকসা উপজেলার কালিবাড়ি বাজারের রিপন কুমার ঘোষ (৩২) ও মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের নিতাই বিশ্বাস (৩৫)।
পুলিশ,হাসপাতাল ও স্থানীয়রা বলছে, গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে অসুস্থ অবস্থায় নিতাই বিশ্বাসকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ভোর চারটার দিকে অসুস্থ অবস্থায় অনিক বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়। ভোর পৌনে ৫টার দিকে খোকসা উপজেলা থেকে রিপন কুমার ঘোষকে হাসপাতালে নিয়ে আসা হয়।