'প্রথম প্রজন্মের করোনা ভ্যাকসিন ত্রুটিপূর্ণ হতে পারে'

ইত্তেফাক প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ০৯:১৮

প্রথম প্রজন্মের করোনা ভ্যাকসিন ত্রুটিপূর্ণ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের ভ্যাকসিন টাস্কফোর্সের প্রধান কেট বিংহাম। মঙ্গলবার চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যানসেটে প্রকাশিত একটি মতামতে তিনি এমন শঙ্কার কথা জানান। মতামতে কেট বিংহাম বলেন, প্রথম প্রজন্মের ভ্যাকসিন ত্রুটিপূর্ণ হতে পারে। এটি হয়তো ইনফেকশন প্রতিরোধ করতে পারবে না কিন্তু উপসর্গ কমাতে পারবে। এছাড়া দীর্ঘ সময়ের জন্য এটি কাজ নাও করতে পারে।

আমাদের এগুলোর জন্য প্রস্তুত থাকা উচিৎ। মতামতে বিংহাম আরো বলেন, আমরা জানি না যে আমাদের কখনই কোনও ভ্যাকসিন পাবো কিনা। আত্মতুষ্টি এবং অতিরিক্ত-আশাবাদ থেকে রক্ষিত হওয়াটা জরুরি। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এ পর্যন্ত ৪ কোটি ৪১ লাখ ৭৯ হাজার ৭৯৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও