দুর্গাপুজোর অষ্টমী-নবমীর ভিড়ে জনসচেতনতার ছবি দেখা যায়নি। এমনকি, বহু জায়গায় বিভিন্ন পুজো কমিটির বিরুদ্ধে আদালতের নির্দেশ উপেক্ষা করে দর্শকদের মণ্ডপের ভিতরে ঢোকানোর অভিযোগও উঠেছে। তার ফলে উৎসবের মরসুমে সংক্রমণ ঠেকানোর যে উপায় বেছে নেওয়া হয়েছিল তা কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জেলায় জেলায় বিসর্জনের সময়েও পথে যে ভিড় দেখা গিয়েছে, তা মনে করিয়ে অনেকেই বলছেন, রাজ্যের বিভিন্ন জেলা শহর ও শহরতলির কালীপুজোতেও ভিড় হয়। বহু ক্ষেত্রে প্রশাসনের তেমন নিয়ন্ত্রণও থাকে না। ফলে কালীপুজোয় ফের ভিড় হলে সমূহ বিপদ। কালীপুজোর ভিড় ঠেকাতেও হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হবে কি না, সেই প্রশ্নও উঠেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.