‘সবাই তো আর ইত্তেফাক না’

ইত্তেফাক প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ০৫:৫২

গণমাধ্যম দ্রুত গতকালকে ভুলে যেতে ভালোবাসে। আর তারকাজীবনের উদয়-অস্ত নিয়ে তো কত সিনেমা-ই হয়ে গেল। এর বাইরে অনলাইন গণমাধ্যমের যথেচ্ছাচার ব্যবহার ইদানিং অনেককেই চিন্তিত করে তুলেছে। দৈনিক ইত্তেফাকে নায়করাজ রাজ্জাক একটি ইন্টারভিউতে স্বয়ং বলেছিলেন ‘মৃত্যুর আগেই আমি আমার ১৮ বার মরে যাবার সংবাদ পড়ে গেলাম। এই সৌভাগ্য কজনার জোটে!’ অভিনেতা এটিএম শামসুজ্জামানকেও আমরা মেরে ফেলি প্রতিমাসে দু একবার। দায়িত্বহীন এই ব্রেকিং দেবার স্থুল প্রতিযোগিতায় আমরা দেশবরেণ্য মানুষদের মরার আগেই দ্রুত মেরে ফেলার চেষ্টা করি!

সম্প্রতি অসুস্থ রয়েছেন আরেক কিংবদন্তী অভিনেতা চিত্রনায়ক ফারুক। তিনি বাংলাদেশের দুটি হাসপাতালে চিকিৎসা নেবার পর উচ্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১৩ সেপ্টেম্বর থেকে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন। মুঠোফোনে তার সাথে যোগাযোগ করা হলে চিত্রনায়ক ফারুক বলেন, ‘খুবই খুশি হয়েছি যে তোমরা খোঁজ নিয়েছ। নয়তো বেশ কিছু পোর্টালে দেখলাম আমাকে মৃত বা মৃতপ্রায় হিসেবে ঘোষণা দিয়েছে। এজন্য অনেককেই আমি বলি, সবাই তো আর ইত্তেফাক না। কেউ আমার খোঁজ না নিলেও তোমরা নিয়েছ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও