ডিএনএ ম্যাচিং করে ডিবিকে অধিকতর তদন্তের নির্দেশ
ছয় বছরের শিশু ধর্ষণ মামলায় ভুক্তভোগী ও একমাত্র আসামির ডিএনএ ম্যাচিং ছাড়াই মামলার তদন্ত শেষ করায় মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জামিউল হায়দার চৌধুরীর আদালত এ আদেশ দেন।
আদেশে আসামি ও ভুক্তভোগীর ডিএনএ প্রতিবেদনসহ অধিকতর তদন্ত প্রতিবেদন আগামী ২ ফেব্রুয়ারি আদালতে জমা দিতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবিকে) নির্দেশ দেওয়া হয়েছে।
বাদীর আইনজীবী জিয়া হাবিব আহসান বলেন, থানা পুলিশের তদন্ত আজগুবি উল্লেখ করে মামলাটি অধিকতর তদন্ত করতে আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশকে অধিকতর তদন্ত করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ভুক্তভোগী ও আসামির ডিএনএ প্রতিবেদন আমলে নিয়ে তদন্ত করতে বলেছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- তদন্ত
- ভুক্তভোগী
- শিশু ধর্ষণ
- ডিএনএ টেস্ট