নির্বাহী হাকিম আদালতে জামিন পেলেন টোকন ঠাকুর
সরকারি অনুদানের সিনেমা যথাসময়ে শেষ করতে না পারায় পাওনা আদায়ে সরকারের দায়ের করা সার্টিফিকেট মামলায় জামিন পেয়েছেন কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর।
শর্ত মেনে মঙ্গলবার নির্বাহী হাকিম ও জেনারেল সার্টিফিকেট অফিসার সোনিয়া হোসেন জিসানের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এ সময় আদালত তাকে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন দেন।
কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্প 'কাঁটা' অবলম্বনে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ২০১১-১২ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছিলেন টোকন ঠাকুর। অনুদানের অর্থ গ্রহণের নয় মাসের মধ্যে ছবি মুক্তি দেওয়ার নিয়ম থাকলেও বিভিন্ন জটিলতার তা সম্পন্ন করতে পারেননি তিনি।