রিমান্ড শেষে দেলোয়ার কারাগারে, ধর্ষণের দায় স্বীকার করেননি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গৃহবধূকে ধর্ষণের মামলায় দেলোয়ার হোসেনকে পুলিশি হেফাজতে পাঁচ দিনের জিজ্ঞাসাবাদ (রিমান্ড) শেষে কারাগারে পাঠানো হয়েছে। এই পাঁচ দিনে তিনি অপরাধ স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হননি বলে জানিয়েছেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা।
আজ মঙ্গলবার মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দেলোয়ারকে নোয়াখালীর ৩ নম্বর আমলি আদালতে হাজির করে। সেখানে দেলোয়ারের পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হক এ আবেদন নামঞ্জুর করে দেলোয়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) সিরাজুল মোস্তাফা প্রথম আলোকে বলেন, রিমান্ডে দেলোয়ারকে ধর্ষণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তিনি এ বিষয়ে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে রাজি হননি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর, ৩ মাস আগে
প্রথম আলো
| নাখালপাড়া
১ বছর, ৩ মাস আগে
প্রথম আলো
| মাগুরা সদর
১ বছর, ৪ মাস আগে