কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

একটি প্রজন্ম হারাতে পারে ইয়েমেন!

ঢাকা টাইমস ইয়েমেন প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ১৮:২৯

খাদ্যাভাব ও অপুষ্টিজনিত কারণে গোটা একটি প্রজন্মকে হারাতে পারে ইয়েমেন। করোনা মহামারি, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, রক্তক্ষয়ী গৃহযুদ্ধ, বন্যা ও অপর্যাপ্ত আন্তর্জাতিক সাহায্যের কারণে দেশটিতে খাদ্যের সংকট মারাত্মক আকার ধারণ করেছে। খবর আল জাজিরার।

মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের একটি প্রতিবেদন বলছে, ‘মারাত্মক খাদ্য সংকটে পড়তে যাচ্ছে ইয়েমেন। ইতিমধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে শিশুদের পুষ্টিহীনতার হার মারাত্মকভাবে বেড়েছে।’ প্রতিবেদনটি বলছে, চলতি বছরে শুধু দক্ষিণ ইয়েমেনেই পাঁচ বছরের কম বয়সী শিশুদের পুষ্টিহীনতার হার ১০ শতাংশ বেড়েছে। সংখ্যা বিচারে যা পাচঁ লাখেরও বেশি। শিশু ছাড়াও প্রায় আড়াই লাখ গর্ভবতী নারী অপুষ্টিতে ভুগছে।

দক্ষিণ ইয়েমেনে সাড়ে দশ লাখেরও বেশি শিশু তাদের পরিবারের সঙ্গে বসবাস করে। এই অঞ্চলটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অধীনে থাকায় জাতিসংঘ সহজে তথ্য সংগ্রহ করতে পারে। অন্যদিকে উত্তর ইয়েমেনের নিয়ন্ত্রণ করে হুতি বিদ্রোহীরা। ফলে সেই অঞ্চল থেকে কোনো ধরনের তথ্য সংগ্রহ সম্ভব হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও