বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে নিজের অনেক কাছের লোক বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। দেশের ইতিহাসে এই প্রথম কোনো হাইকমিশনার তার সংসদীয় এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন-তাই মজা করে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
ঢাকায় আসার পর প্রথমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন দোরাইস্বামী। এরপর ধারাবাহিকভাবে একের পর এক বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করছেন তিনি।
এর অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টায় আইনমন্ত্রীর গুলশান কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক করেন দুজন। পরে সাংবাদিকদের ব্রিফকালে দোরাইস্বামীর উপস্থিতিতেই তাকে সবচেয়ে কাছের হাইকমিশনার হিসেবে উল্লেখ করেন আনিসুল হক।
মন্ত্রী বলেন, দেশের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রদূত প্রবেশ করলেন আমার সংসদীয় এলাকা আখাউড়া দিয়ে। এটা আমার এলাকার লোকজনের জন্য বড় ঘটনা। আমি উনাকে তাই বলেছি, তিনি আমার অনেক প্রিয় একজন মানুষ। আগরতলা হয়ে আখাউড়া দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন। আর আপনারা জানেন, আখাউড়া-কসবা হচ্ছে আমার নির্বাচনী এলাকা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.