![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F8d5717e3-e67c-41f6-9299-45eba34b1fe6%252Fchild_marriage_27_10_20.jpg%3Frect%3D123%252C0%252C2453%252C1288%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
বাল্যবিবাহ রোধে টেকসই পদক্ষেপে
প্রথম আলো
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ১৪:২৪
বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি আর এর প্রধান শিকার কিশোরীরা। এ দেশে ৫৯ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায় ১৮ বছর হওয়ার আগে। ইউনিসেফের তথ্য অনুযায়ী বাল্যবিবাহের হারে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ। আইন থাকা সত্ত্বেও দেশে উদ্বেগজনক হারে বাল্যবিবাহ বেড়েই চলেছে। এটা এখন রীতিমতো আমাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হলো এসকেএফ নিবেদিত বিশেষ অনুষ্ঠান ‘আমাদের যত মাথাব্যথা’র তৃতীয় পর্বে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বাল্য বিবাহ
- ভার্চুয়াল সম্মেলন