কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খুলনায় মাত্র তিন কার্যদিবসে মাদক মামলার রায় ঘোষণা

সমকাল খুলনা প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ১২:২৯

দেশে এই প্রথম খুলনায় মাত্র তিন কার্যদিবসে মাদক মামলার বিচার শেষে রায় ঘোষণা করা হয়েছে। রায়ে আসামি সম্রাটকে গাজা রাখার অপরাধে ৬ মাস কারাদণ্ড ও ইয়াবা রাখার অপরাধে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক ড. আতিকুস সামাদ মঙ্গলবার সকাল ১১টায় এ রায় ঘোষণা করেন।

আইনজীবীরা জানান, নগরীর লবণচরা থানা পুলিশ ২০১৯ সালের ২৪ ডিসেম্বর মুক্তার হোসেন বাজার মেইন রোড থেকে ৩০ গ্রাম গাজা ও ৬ পিস ইয়াবাসহ সম্রাটকে আটক করে। এ ঘটনায় লবণচরা থানার এসআই কাজী আকরাম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাসির উদ্দিন গত ৯ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও