 
                    
                    কাউন্সিলর পদ খোয়াচ্ছেন ইরফান সেলিম
                        
                            বিডি নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ১২:৩০
                        
                    
                ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ডে দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর কাউন্সিলর পদ হারাতে যাচ্ছেন সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম।
স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দক্ষিণ সিটি করপোরেশন থেকে তার দণ্ডিত হওয়ার বিষয়ে রিপোর্ট পেলে আমরা ব্যবস্থা নেব, তাকে সাময়িক বরখাস্ত করা হবে।”
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনে বলা হয়েছে, কোনো জনপ্রতিনিধি সাজাপ্রাপ্ত হলে তিনি বরখাস্ত হবেন।
ইরফান ঢাকা দক্ষিণ সিটি করপেরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                