আদালতে নেওয়া হয়েছে অপ্রাপ্তবয়স্ক আসামিদের
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিচারের রায় আজ মঙ্গলবার। রায় উপলক্ষে কারাগারে থাকা মামলার ছয় আসামিকে আদালতে হাজির করা হয়েছে। সকাল ৯টা ৪০ মিনিটে তাদের আদালতে আনা হয়। রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। এ কারণে আজ আদালতে ঢুকতে পারেননি আসামিদের স্বজনেরা। ১৪ অক্টোবর মামলার দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান রায়ের জন্য আজকের দিন ঠিক করেন।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা আসামিদের বিরুদ্ধে আদালতে সব তথ্য–প্রমাণ উপস্থাপন করেছি। আমরা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি। আশা করি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামির সর্বোচ্চ শাস্তি হবে।’