প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে বাফুফে
প্রতিশ্রুতি অনুযায়ী তৃণমূলের ফুটবল উন্নয়নে কাজ শুরু করেছে বাফুফে। ময়মনসিংহ জেলা দিয়ে শুরু হয়েছে ফেডারেশনের তৃণমূল ফুটবলার তুলে আনার কার্যক্রম। বাছাই পর্ব পর্যবেক্ষণে হাজির হয়ে বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক বললেন, উঠে আসা ফুটবলারদের এবার হারিয়ে যেতে দিবেন না তিনি। আর কিশোর ফুটবলারদের লক্ষ্য এখান থেকে প্রতিভা প্রমাণ করে বাফুফের ফর্টিস একাডেমীতে জায়গা করে নেয়া।
ব্রক্ষপুত্র পাড়ে অপেক্ষারত ৭৫ জন। বাফুফের নজরে পড়লেই ফিতা কাটবেন ফর্টিস একাডেমীতে ঢোকার। অপেক্ষার পালা ফুরোয় ১৮ না পেরোনো ফুটবলারদের। নির্বাচিত হয়েই ফুটবলার তুলে আনার মিশনে প্রথম ময়মনসিংহে পা রাখলেন আতাউর রহমান মানিক। নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল ফুটবল উন্নয়নে কাজ করবেন এবার। ফর্টিসকে হতে দিবেন না হারিয়ে যাওয়া আরেকটি সিলেট একাডেমী।
- ট্যাগ:
- খেলা
- প্রতিশ্রুতি
- বাফুফে