নতুন ওলেড পর্দা বানালো স্যামসাং, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০, ১৯:০৩
নতুন প্রজন্মের ওলেড পর্দা বানিয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। প্রতি ইঞ্চিতে ১০ হাজার পিক্সেল (পিপিআই) থাকবে নতুন ওলেড পর্দায়, যা এই ধরনের যন্ত্রাংশে আগে কখনও হয়নি। প্রযুক্তি সাইট সিনেটের প্রতিবেদন বলছে, ভার্চুয়াল রিয়ালিটি এবং অগমেন্টেড রিয়ালিটির জন্য আদর্শ হবে নতুন এই ওলেড পর্দা।দুই স্তরে আলো ফেলতে সাদা ওলেড ‘ফিল্ম’ বা ফিল্টার ব্যবহার করছে নতুন ১০ হাজার পিপিআই ডিসপ্লে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে