![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F23eab748-c21d-46df-b728-9fe364d32368%252Feditorial_online____nari_2.jpg%3Frect%3D0%252C90%252C4800%252C2520%26overlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
সাভারে দরজা ভেঙে ঘরে ঢুকে পোশাককর্মীকে ধর্ষণ
ঢাকার সাভারে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে এক তরুণীকে (২৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে সাভার পৌর এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আজ সোমবার তরুণীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।
ধর্ষণের শিকার ওই তরুণী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে তরুণী কর্মস্থল থেকে বাসায় ফেরেন।