দুর্গাপূজা মহাশক্তি, বিশ্বপ্রকৃতি ও বিশ্বশক্তির বিচিত্র প্রকাশ সামগ্রিক শক্তির সম্মিলিত রূপ। দেবী দুর্গার ভারতী, গিরিজা, অম্বিকা, মহেশ্বরী, কৌমারী, ভদ্রকালী, চণ্ডী ইত্যাদি নামে ও বিচিত্র রূপে বিরাজিত। মূলত সেই ব্রহ্মরূপা, ব্রহ্মময়ী, মহামায়া, সর্বব্যাপিনী এবং সৃষ্টি স্থিতি প্রলয়ের শক্তিরূপিনী ঈশ্বর। দুর্গতি নাশ, সৌহার্দ্য, সম্প্রীতি, সাম্য, মৈত্রী, মিলন, কল্যাণ ও শুভবাণী নিয়ে জ্যোতির্ময়ী আদ্যশক্তি জগৎ মাতা দেবী দুর্গা কৈলাস থেকে বছরে তিন ঋতুতে মর্তলোকে আবির্ভূত হন।
অশুভ শক্তির ধ্বংস, ঐশ্বর্য জ্ঞান, সিদ্ধি ও বিজয়ের জন্য মৃন্ময়ীর মধ্যে চিন্ময়ীর উদ্দেশ্যে দুর্গার পূজা-অর্চনায় আশীর্বাদ প্রার্থনা করেন।আদ্যশক্তি ব্রহ্মময়ী অপরূপ শোভামণ্ডিত, ত্রিনয়না ও অনিন্দ্য সৌন্দর্যের মূর্ত প্রতীক। মাতৃরূপে তিনি সর্বজীবে অবস্থান করেন। দশভুজা দুর্গার ১০টি হাত অস্ত্রসহ অন্যান্য উপকরণে সজ্জিত রণমূর্তির সঙ্গে জ্ঞানের দেবী সরস্বতী,
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.