You have reached your daily news limit

Please log in to continue


ফ্লোরিডা থেকে সুখবর পাচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে জিততে হলে ডোনাল্ড ট্রাম্পকে ফ্লোরিডার ২৯টি ইলেকটোরাল কলেজ ভোট কবজা করতে হবে। গত ১০০ বছরে কোনো রিপাবলিকান প্রার্থীর পক্ষে এই ফ্লোরিডায় জয়লাভ ছাড়া হোয়াইট হাউস দখল করা সম্ভব হয়নি। ট্রাম্পের পক্ষেও সম্ভব হবে না। ২০১৬ সালে তিনি ১ পয়েন্টের বেশি ব্যবধানে হিলারি ক্লিনটনকে হারিয়েছিলেন, ফলে সংগত কারণেই ডোনাল্ড ট্রাম্প এই অঙ্গরাজ্য ধরে রাখার ব্যাপারে আশাবাদী। এই রাজ্যের ভোটারদের প্রতি তাঁর আবেদন গভীর করতে তিনি নিউইয়র্ক ছেড়ে ফ্লোরিডায় স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন। গত কয়েক সপ্তাহ তিনি ঘন ঘন এসে এখানে নির্বাচনী র‍্যালিও করে গেছেন। ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে গত শনিবার আগাম ভোট দিয়েছেন ট্রাম্প। কাকে ভোট দিয়েছেন, এই প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান, ট্রাম্প নামের একজনকে তিনি ভোট দিয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন