জিডিপির আকার বা প্রবৃদ্ধি মানুষের কাছে দুর্বোধ্য
প্রথম আলো
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০, ০৯:৫৮
মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বলতে চোখের সামনে কী ভেসে ওঠে? বেশির ভাগ সাধারণ মানুষের কাছে এর হয়তো উত্তর নেই। অর্থনৈতিক উন্নয়ন নির্ধারণে জিডিপি প্রবৃদ্ধি কোনো দৃশ্যমান সূচক দিয়ে পরিমাপ করা হয় না। তাই সাধারণ মানুষের কাছে তা দুর্বোধ্য থেকে যায়। তাহলে অর্থনৈতিক উন্নয়ন পরিমাপের সহজ উপায় কী হতে পারে।
শহরের রাস্তাঘাট, গণপরিবহন, নদীর পাড়, পার্ক, মানুষের শিষ্টাচারের পাশাপাশি গ্রামের মানুষের জীবনযাত্রা দেখেও একটি দেশ কতটা উন্নতি করল, তা বোঝা যায়। উন্নয়ন পরিমাপে এ নতুন ধরনের ব্যতিক্রমী দৃশ্যমান সূচকের কথা বলছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ।