
২০১৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়া অধ্যাপক আবদুস সোবহানের বিরুদ্ধে প্রথম মেয়াদেই অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল। কিন্তু এবার অনিয়ম ও দুর্নীতির মাত্রা এতটাই প্রকট যে বিশ্ববিদ্যালয়ের ৬৩ জন শিক্ষক প্রধানমন্ত্রীর কার্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
এই শিক্ষকেরা ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক। তাই এ কথা বলার সুযোগ নেই যে বিএনপি ও জামায়াতের শিক্ষকেরা তাঁর ও মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সোবহান রোববার সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে ‘তুচ্ছ’ বলে উড়িয়ে দিতে চেয়েছেন।