এক দীর্ঘ দুঃসময়ের মধ্যে এসেছে এবারের শারদীয় দুর্গোৎসব। কোভিড–১৯ মহামারির কারণে মানুষে মানুষে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে হচ্ছে। লড়তে হচ্ছে এ রোগের সঙ্গে, এর সংক্রমণের সঙ্গে এবং সংক্রমণের ঝুঁকিজনিত উদ্বেগের সঙ্গে। তবে দেবী দুর্গা তো দুর্গতিনাশিনীও বটেন।পুরাণ বলে, ‘দুর্গম’ নামে এক অসুর ছিল।
তার কাজ ছিল জীবজগতের জন্য দুর্গতি সৃষ্টি করা। যে দেবী সেই দুর্গম অসুরকে বধ করে স্বর্গ থেকে বিতাড়িত দেবতাদের হারানো রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন এবং জীবজগৎকে চিরকাল দুর্গতির হাত থেকে রক্ষা করেন, তিনিই দুর্গা। ভারতবর্ষের বাঙালি হিন্দু মানসে দুর্গা প্রতিবাদের দেবী, প্রতিরোধের দেবী। একই সঙ্গে তিনি ‘মাতৃরূপেণ’ ও ‘শক্তিরূপেণ’। এ উৎসব শরৎকালে উদ্যাপিত হয় বলে এটিকে শারদীয় দুর্গোৎসবও বলা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.