এবার ফ্রান্সের প্রেসিডেন্টের সমালোচনা করলেন ইমরান খান
ইসলাম ধর্মকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এমন অভিযোগ করে কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয় ইমরান খান বলেন, একজন নেতার প্রধান বৈশিষ্ট হলো জাতিকে একত্রিত করা। কিন্তু ম্যাক্রোঁ জাতিকে তা না করে বিভ্রান্ত করছেন। বর্তমান সংকটকালে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জাতিকে একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন।
রোববার এ বিষয়ে ইমরান খান টুইট করে বলেন, এটা খুবই দুঃখজনক যে ইসলামকে আক্রমণ করে ম্যাক্রোঁ ইসলামের প্রতি ঘৃণা, অপছন্দ এবং ভীতিকে উৎসাহী করছেন। যারা সন্ত্রাসী কাজকে ছড়িয়ে দিচ্ছে, শ্বেতাঙ্গশ্রেষ্ঠত্ব বাদী যারা বর্ণবাদ ছড়াচ্ছে বা নাৎসী আদর্শবাদীদের তিনি কিছু্ই বলেননি। শুধু মুসলামনদের লক্ষ্যবস্তু বানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.