![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2020/10/25/og/210808_bangladesh_pratidin_spain.jpg)
ফের করোনার হানা স্পেনে, জরুরি অবস্থা জারি
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় স্পেনের সরকার আগামী ৬ মাসের জন্য জরুরী অবস্থা ঘোষণা করেছে। আগামী ২০২১ সালের মে পর্যন্ত এই লকডাউনের সিদ্ধান্ত জানিয়েছে দেশটির পেদ্রো সানচেজ সরকার। আজ রবিবার মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠকের পর টেলিভিশনে দেওয়া ভাষণে এ ঘোষণা দিয়েছেন তিনি।
জানা গেছে, স্পেনে করোনার দ্বিতীয় দফা ঢেউ আঘাত হেনেছে। গত বুধবার প্রথম ইউরোপীয় দেশ হিসেবে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ অতিক্রম করেছে। এরপরই জরুরী অবস্থার আসলো দেশটির সরকারের পক্ষ থেকে।