বাগেরহাটে ভারী বর্ষণ ভেসে গেছে ১০ হাজার মাছের ঘের

সমকাল বাগেরহাট প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০, ২১:০৮

টানা বর্ষণে বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ভেসে গেছে ১০ হাজারেরও বেশি মাছের ঘের ও পুকুর। বিশেষ করে জেলার মোরেলগঞ্জ ও শরণখোলার ৪০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে।

এদিকে পানি কমতে শুরু করলেও হাসি নেই মৎস্যচাষিদের মুখে। ঘেরের মাছ বের হয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন অনেকে। বৃহস্পতিবার ভোররাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বাগেরহাটের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণে এই দুর্যোগের সৃষ্টি হয়েছে।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামের মৎস্যচাষি রবিউল ইসলাম বলেন, দু'দিনের টানা বৃষ্টিতে ঘেরের প্রায় ৭ লাখ টাকার মাছ বের হয়ে গেছে। শুধু আমার নয়, আমার এলাকার বিভিন্ন অনেক চাষির ঘের ও পুকুর ডুবে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও