![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F05b87a35-8c05-4dcc-9012-74edfd945000%252FTANGAIL_DH0569_20201025_MIRZAPUR_25_10_2020_BRITISH_HIGH_COMMISSIONER_KUMUDINI__10__JPG.JPG%3Frect%3D0%252C132%252C3977%252C2088%26overlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
মির্জাপুরে রণদা বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার
কুমুদিনী কমপ্লেক্স ঘুরে তিনি বজরা নৌকায় (বড় আকারের ডিঙি) লৌহজং নদ পার হয়ে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে যান। রণদার পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি হেঁটে মির্জাপুর গ্রামের চারটি পূজামণ্ডপ ঘুরে দেখেন। দুপুরে মধ্যাহ্নভোজ শেষে রণদার পূজামণ্ডপে তিনি ভক্তদের পূজা-অর্চনা দেখেন।