![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/snake-2010251130.jpg)
পাঁচশ’ বছরের পুরনো পূজা মন্ডপে জীবন্ত সাপ ঘিরে চাঞ্চল্য
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মন্দিরগুলোতে তৈরি করা হয় বিভিন্ন দেবতার প্রতিমা। তেমনি মন্দিরে থাকা এক প্রতিমাকে ঘিরে সম্প্রতি কুমিল্লার মুরাদনগর উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল গ্রামের বরদেশ্বরী কালি মন্দিরের প্রতিমার উপরে ৫ দিন ধরে বসে আছে একটি বিরল প্রজাতির জীবন্ত সাপ।
সরেজমিনে দেখা যায়, প্রায় ১৪ ইঞ্চি লম্বা খুবই চিকন ও কালো রংয়ের একটি জীবন্ত সাপ প্রতিমার উপর বসে আছে। প্রতিদিন আশ-পাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন পূজা মন্ডপে জড়ো হচ্ছে সাপটিকে একনজর দেখার জন্য।
প্রতিমার উপরে থাকা সাপটির বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ সরকার বলেন, বরদেশ্বরী সার্বজনীন কালি মন্দিরটি প্রায় পাঁচশ’ বছরের পুরনো। এখানে প্রতি বছরই পূজা অর্চনা করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এখানে এক সময় সাপের জন্য ‘মনসা’ পূজা করা হত। এই সাপটি হয়তো ‘মা মনসার’ ছায়া রূপে এসে থাকতে পারে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দূর্গাপুজা
- পূজা মণ্ডপ
- সাপ
- আওয়ামী লীগ