সীমান্তে শান্তি চায় ভারত, চিনকে ১ ইঞ্চি জমি না ছাড়ারও বার্তা রাজনাথের
চিনের সঙ্গে সীমান্ত বরাবর এলাকায় শান্তি চায় ভারত। তবে শি চিনফিং সরকারকে শান্তির বার্তা দিলেও চিনা সেনার কোনও ধরনের আগ্রাসনই যে ভারত বরদাস্ত করবে না, তা-ও স্পষ্ট করেছে নরেন্দ্র মোদী সরকার। দশেরা উপলক্ষে রবিবার সিকিমে গিয়ে প্রথামাফিক ‘শস্ত্র পূজা’ করার পর চিনের প্রতি শান্তির হাত বাড়ালেও লালফৌজের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে কার্যত হুঁশিয়ারির সুর শুনিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে