এবছরটা আসলেই নজিরবিহীন!কে ভেবেছিল করোনাভাইরাস কীভাবে দুনিয়া উল্টে দেবে। কে ভেবেছিল ইতালির এক খামারে সবুজ লোমের বিরল এক কুকুরছানা জন্মাবে। খামারী ক্রিশ্চিয়ান মাল্লোচ্চির কুকুর স্পেলাচ্চিয়া যখন কয়েকটা ছানার জন্ম দিল দেখা গেল একটা ছানার লোমের রং ঘন সবুজ।ক্রিশ্চিয়ান সদ্যোজাত সবুজ কুকুরছানার নাম রাখল পিস্তাশিও। পিস্তাশিও মানে পেস্তা!