 
                    
                    জেলেদের হামলায় ২০ নৌ-পুলিশ আহত
চাঁদপুরে ইলিশ সংরক্ষণে অভিযান চালাতে গিয়ে জেলেদের হামলায় নৌপুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার বেলা ১১টায় চাঁদপুরের পদ্মা-মেঘনার দুর্গমচর রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীরচর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের বেশ কয়েকজনকে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নৌপথে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, রবিবার ভোর রাত থেকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার আকাশপথে এবং নৌপথে নৌপুলিশ চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর বেশ কয়েকটি এলাকায় অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার অভিযান শেষে বিমান বাহিনীর হেলিকপ্টার ঢাকায় ফিরে গেলেও নদীতে অভিযান অব্যাহত রাখে নৌপুলিশ। বেলা ১১টার দিকে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীরচরের একটি খালে বেশকিছু জেলে নৌকা দেখে সেখানে নৌপুলিশের বহরটি অভিযান চালাতে যায়। এ সময় সংঘবদ্ধ জেলে ও তাদের পরিবারের সদস্যরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে নৌ পুলিশের ওপর হামলা করে। এতে অন্তত ২০ জন পুলিশ আহত হন। এ সময় শর্টগানের গুলি ছুড়ে নিজেদের রক্ষা করে পিছু হটেন নৌ পুলিশের সদস্যরা। 
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                