দুর্গা পূজা উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

বাংলা ট্রিবিউন হিলি স্থলবন্দর প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০, ১৫:৪৪

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।রবিবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ইয়াসিন আলী ও ভারতের হিলি বিএসএফের চেকপোস্ট কমান্ডার নবকুমার দুই বাহিনীর পক্ষে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান।

হিলি বিএসএফের চেকপোস্ট কমান্ডার নবকুমার বলেন, ‘বিজয়া দশমী ভারতে খুব বড় উৎসব। সেজন্য আমরা প্রতিবছরের মতো এবারও বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে মিষ্টি উপহার দিয়েছি। এসময় তারাও আমাদেরকে মিষ্টি উপহার দিয়েছে। আমাদের মাঝে যেন সবসময় সৌহাদ্য, সম্প্রতি ভাতৃত্ববোধ বজায় থাকে, সবকিছু ভালোভাবে চলে এটাই আমাদের কামনা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও