নাচ নিয়ে আসছেন শখ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০, ১৫:৫১
মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি দক্ষ অভিনয়শৈলীর মাধ্যমে দর্শকদের মনে স্থায়ী আসন করে নিয়েছেন। নাটক, বিজ্ঞাপন এবং চলচ্চিত্র- যেখানেই পা রেখেছেন, সেখান থেকেই সাফল্য ছিনিয়ে এনেছেন। কিন্তু ব্যক্তিগত নানা ঝক্কি-ঝামেলায় হঠাৎ করেই এলোমেলো হয়ে যায় সব। একটা সময় টিভি খুললেই দেখা মিলতো যে শখের সময়ের স্রোতে সেই তিনি এখন অনেকটাই উধাও।
তবে শখ ভক্তদের জন্য সুখবর, নাচ নিয়ে ফিরে আসছেন তিনি দর্শকের সামনে। শারদীয় দুর্গা পূজার বিশেষ আয়োজনে দীপ্ত টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ছন্দে জাগে প্রাণ’। এখানে নৃত্য পরিবেশন করবেন শখ। অনুষ্ঠানটির নৃত্য পরিচালনা করেছেন কবিরুল ইসলাম রতন। পূজা উপলক্ষে নাচের এই বিশেষ অনুষ্ঠানটিতে শখ ছাড়াও নৃত্য পরিবেশন করবে নৃত্যশিল্পী সোহেল রহমান,