মহারাষ্ট্রে ৬ কোটি খরচের কোভিড কেয়ার কোচে ভর্তি হননি কোনও রোগী!
মহারাষ্ট্রে ৯০০ আসনের নন-এসি স্লিপার কোচকে করোনাভাইরাসের রোগীদের জন্য আইসোলেশন ইউনিট হিসেবে গড়ে তোলা হয়েছিল। ট্রেনের এই কোচগুলিকে আইসোলেশন ইউনিট হিসেবে গড়ে তোলার জন্য ওয়েস্টার্ন ও সেন্ট্রাল রেলের প্রায় ৬ কোটি টাকা খরচ হয়েছিল। তবে সেখানে একটি রোগীও ভর্তি হননি বলে জানা গেল। তথ্য জানার অধিকার সংক্রান্ত একটি প্রশ্নে এই তথ্য সামনে এল।
গত মার্চ মাসে জরুরি পরিস্থিতিতে মহারাষ্ট্র সরকারকে সহযোগিতা করার জন্য রেল বোর্ডের নির্দেশ মেনে সেন্ট্রাল রেল ৩.২ কোটি টাকা খরচ করে ৪৮২টি কোভিড কেয়ার কোচ তৈরি করেছিল। আর ওয়েস্টার্ন রেলওয়ে ২ কোটি টাকা খরচ করে ৪১০টি কোচকে কোভিড কেয়ার ইউনিট হিসেবে গড়ে তুলেছে।