ক্যামেরুনে স্কুলে বন্দুকধারীদের হামলায় নিহত ৮ শিক্ষার্থী
ক্যামেরুনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুম্বার একটি স্কুলে হামলা চালিয়েছে বন্দুকধারী সন্ত্রাসীরা। এতে কমপক্ষে আট শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া আরো ৮ জন আহত হয়েছেন।
শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা ও অভিভাবকরা। হামলার সময় স্কুলের বাইরে থাকা এক অভিভাবক জানান, বেসামরিক পোশাক পড়ে মোটরসাইকেলে করে আসে ওই বন্দুকধারীরা। এরপর শিশু শিক্ষার্থীদের ওপর গুলি চালায় তারা। এই সময় বেশ কয়েকটি শিশু দোতলার জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত হয়েছে বলেও জানায় তারা।
এই অঞ্চলটিতে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের তৎপরতা রয়েছে। এই হামলা দেশটির সরাকারি বাহিনী ও পশ্চিমাঞ্চলীয় ইংরেজিভাষী অঞ্চলে অ্যাম্বাজোনিয়া নামক একটি বিচ্ছিন্ন রাষ্ট্র গঠনের চেষ্টাকারী গোষ্ঠীগুলোর মধ্যে চলমান লড়াইয়ের সঙ্গে যুক্ত কিনা সেটি এখনো স্পষ্ট নয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
যুগান্তর
| গাজা
১০ মাস আগে