স্যামসাং ইলেকট্রনিকসের চেয়ারম্যান লি কুন-হি আর নেই
স্যামসাং ইলেকট্রনিকসের চেয়ারম্যান লি কুন-হি আর নেই। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংকে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানে রূপ দিয়েছিলেন তিনি। আজ রোববার ৭৮ বছর বয়সে তিনি মারা যান বলে জানিয়েছে স্যামসাং। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লির নেতৃত্বেই স্যামসাং বিশ্বের বৃহত্তম স্মার্টফোন ও মেমোরি চিপ নির্মাতা হিসেবে উঠে এসেছে।
নিঃসঙ্গ জীবন যাপন করতেন লি। ২০১৪ সালে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পরেই শয্যাশায়ী হয়ে পড়েন। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বাইরে খুব কম তথ্য প্রকাশ করা হতো। শেষ দিনগুলো কীভাবে কাটাতেন, তাও রহস্যে ঘেরা ছিল।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে